logo
Awesome Image
Awesome Image

আমাদের লক্ষ্য

বাংলাদেশ এভরি হোম কন্টাক্ট একটি অব্যবসায়ী স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।

জাতি, ধর্ম নির্বিশেষে হত দরিদ্র ছাত্র/ছাত্রীদের অবৈতনিক প্রাথমিক শিক্ষাদানের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষকে একটি সু শিক্ষিত জাতি হিসাবে গড়ে তোলায় অংশগহণ করা। বেকার যুবক-যুবতী ও অসহায় দরিদ্র মহিলাদের কারিগরী সেলাই প্রশিক্ষনের মাধ্যমে তাদের পরিবারগুলোতে আর্থিক স্বচ্ছলতা আনায়ন করা।

শিশু, যুবক-যুবতী ও বয়স্কদের মাঝে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। অবহেলিত জনগোষ্ঠিদের জীবন মান উন্নয়নের জন্য নৈতিক ও সামাজিক ভাবে আর্দশ জীবন যাপনে সচেষ্ট করে তোলা। এছাড়াও বিভিন্ন অসামাজিক কর্মকান্ড যেমন - সন্ত্রাস, দূর্নীতি, মাদক সহ অপরাধমূলক কাজে যাতে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন করা। সেবা, সম্প্রীতি, ভালবাসা, দাতব্যকাজ, স্বদেশপ্রেম, অসাম্প্রদায়ীকতা, স্বেচ্ছাশ্রম, দান, আদর্শ পরিবার, আদর্শ সমাজ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে সঠিক ধারণা দান করা ও তা বাস্তব জীবনে তা চর্চা করার সুযোগ তৈরী করা। দরিদ্র ও বেকার জনগোষ্ঠির মাঝে রিক্সা-ভ্যান বিতরণের মাধ্যমে তাদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা এবং পরামর্শ প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবনকে সুখময় ও সুন্দর করা।

আমাদের অবস্থান

© সর্বসত্ত্ব ২০২৪ বাংলাদেশ এভরি হোম কন্টাক্ট