অবহেলিত জনগোষ্ঠিদের জীবন মান উন্নয়নের জন্য নৈতিক ও সামাজিক ভাবে আর্দশ জীবন যাপনে সচেষ্ট করে তোলা। এছাড়াও বিভিন্ন অসামাজিক কর্মকান্ড যেমন — সন্ত্রাস, দূনীর্তি, মাদক সহ অপরাধমূলক কাজে যাতে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন করা। সেবা, সম্প্রীতি, ভালবাসা, দাতব্যকাজ, স্বদেশপ্রেম, অসাম্প্রদায়ীকতা, স্বেচ্ছাশ্রম, দান, আদর্শ পরিবার, আদর্শ সমাজ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে সঠিক ধারণা দান করা ও তা বাস্তব জীবনে তা চচার্ করার সুযোগ তৈরী করা।